বগুড়ার ধুনট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর ধুনট মডেল মসজিদে দোয়া শেষে মসজিদ গেট থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ আল আমিন। ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব-উল-হক রনজুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফয়সাল রহমান শুভ, সুলতান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফ হাসান বিপু, সহ-ক্রিড়া সম্পাদক লিটু, সদস্য শাহিন শেখ, ওয়ালিদ হাসান দয়াল, শাকিল, ধুনট পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিক আহম্মেদ সম্রাট, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, হাবিল উদ্দিন ও রবিউল ইসলাম রতন।