বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় এক অসহায় নারীর সিজারিয়ান অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল পরিবার।
মানবিক এ উদ্যোগে উপস্থিত ছিলেন ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি শান্ত মিয়া, শাকিল আহমেদ ও রিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও মারুফ হাসান, রক্তদাতা রাফি বেল্লাল এবং সুমন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীভাঙন এলাকায় বসবাসকারী ওই অসহায় নারী দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছেন। তার বাবা মারা গেছেন বহু আগে, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। এদিকে মেয়ের স্বামীও কোনো খোঁজখবর রাখেন না।
এমন অসহায় পরিস্থিতিতে ধুনটের একটি প্রাইভেট ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। পুরো চিকিৎসা ও অপারেশনের ব্যয়ভার বহন করেন ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।