“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় একটি র্যালি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। ধুনট উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী এবং মৎস্যচাষী আল আমিন ও রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।