০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

ধুনটে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৃষক পরিবারের বাড়ির যাতায়াতের সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের পীড়াপাট গ্রামের শহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী শাহাদৎ হোসেন, গেদা মন্ডল ও তার লোকজনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রায় এক মাস আগে প্রতিপক্ষের লোকজন শহিদুলের বাড়িতে যাতায়াতের সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে শহিদুলের পরিবারের লোকজনের স্বাভাবিক জীবনযাত্র ব্যহত হচ্ছে। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদি হয়ে ১০আগস্ট ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে শাহাদৎ ও গেদা মন্ডল সহ ৭ জনকে আসামি করা হয়েছে।  

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করি। আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিকল্প কোনো রাস্তাও নেই। জন্মের পর থেকে এই রাস্তা আমরা ব্যবহার করছি। বিষয়টি উপজেলা প্রশানস ও থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। নিজেদের ভীষণ অসহায় মনে হচ্ছে।

এ বিষয়ে শাহাদৎ হোসেন জানান, আমাদের বাড়ির সীমানায় বাঁশের বেড়া দিয়ে সংরক্ষন করা হয়েছে। এতে সরকারি ওই রাস্তা দিয়ে শহিদুলের পারিবারের যাতায়াতের কোন সমস্যা নেই। তারপরও পূর্ব বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, আগামী বুধবার নিজ কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগটি গণশুনানী করে সমাধান করে দেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

১০:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৃষক পরিবারের বাড়ির যাতায়াতের সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের পীড়াপাট গ্রামের শহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিবেশী শাহাদৎ হোসেন, গেদা মন্ডল ও তার লোকজনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রায় এক মাস আগে প্রতিপক্ষের লোকজন শহিদুলের বাড়িতে যাতায়াতের সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে শহিদুলের পরিবারের লোকজনের স্বাভাবিক জীবনযাত্র ব্যহত হচ্ছে। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদি হয়ে ১০আগস্ট ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে শাহাদৎ ও গেদা মন্ডল সহ ৭ জনকে আসামি করা হয়েছে।  

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করি। আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিকল্প কোনো রাস্তাও নেই। জন্মের পর থেকে এই রাস্তা আমরা ব্যবহার করছি। বিষয়টি উপজেলা প্রশানস ও থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। নিজেদের ভীষণ অসহায় মনে হচ্ছে।

এ বিষয়ে শাহাদৎ হোসেন জানান, আমাদের বাড়ির সীমানায় বাঁশের বেড়া দিয়ে সংরক্ষন করা হয়েছে। এতে সরকারি ওই রাস্তা দিয়ে শহিদুলের পারিবারের যাতায়াতের কোন সমস্যা নেই। তারপরও পূর্ব বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, আগামী বুধবার নিজ কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগটি গণশুনানী করে সমাধান করে দেয়া হবে।