বগুড়ার ধুনটে প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ধুনট মডেল মসজিদের হলরুমে আরাফাত রহমান স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত রহমান স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম রবিউল হাসান। আলোচনায় অংশ নেন ধুনট পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান এবং যুবদল নেতা জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদ, যুবদল নেতা জুয়েল রানা, ছাত্রদল নেতা আব্দুল্লাহহিল কাফী, হাসান মাহমুদ অপূর্ব, আরাফাত রহমান স্মৃতি সংসদের ইউনিয়ন পর্যায়ের নেতা নান্নু মন্ডল, সোহেল রানা, জুয়েল রানা, আলমাস, জহুরুল ইসলাম, রাকিবুল হাসান, আশিকুর রহমান রাশেদ, দুলু, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।