বগুড়ার ধুনট উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল কালাম আজাদকে সভাপতি এবং আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিকেল ৫টায় বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক অহিদ মুরাদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল পাশা রানা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে আল আমিন, আব্দুর রউফ ও মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও আতিকুর রহমান শিবলু এবং সাংগঠনিক সম্পাদক পদে মজনু সরকারকে মনোনীত করা হয়েছে। তিন বছর মেয়াদী এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।