“প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়া ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতীক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে যুব র্যালী, শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গরবার সকাল ১০টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন । এরপর ধুনট উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা জামায়েতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন ও যুব উদ্যোক্তা আনোয়ার হোসেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে উপজেলার ২৪জন উদ্যোক্তার মাঝে ৩৭ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া সমন্বিত গ্রাম উন্নয়ন যুব সংস্থার আয়োজন যুব দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।