গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চোখের রোগ প্রতিরোধ এবং দৃষ্টি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বগুড়ার ধুনটে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ও গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী ৪৭০ জন চক্ষুরোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্র্যাক ধুনট অফিস চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স নর্থ ওয়েস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ গোলাম রাব্বানী, বগুড়া-৩ এর রিজিওনাল ম্যানেজার-দাবি মামুন হোসেন, বগুড়া-২ এর রিজিওনাল ম্যানেজার-প্রগতি সাইদুর রহমান, ডিভিশনাল কো-অর্ডিনেটর ইদ্রিস আলী, এরিয়া ম্যানেজার (ধুনট) শরিফুর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর হাসানুল কবীর, ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার মনোয়ার হোসেন, তানিয়া সুলতানা ও ফয়জুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এ ক্যাম্পে ১৩৫ জনকে চশমা প্রদান, ৪৫ জন ছানি রোগী শনাক্ত করে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা এবং ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়।