বগুড়ার ধুনট উপজেলার বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওবায়দুর রহমান।
সহকারী শিক্ষক মাহমুদা খাতুনের সঞ্চালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, বড়বিলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম খান এবং বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক শ্যামলী খাতুন, আরজুমান আরা ও জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় অভিভাবকবৃন্দ।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিতি, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং পরিবারের সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।