বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ১,২,৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভান্ডারবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি হজরত আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ।
ভান্ডারবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণা সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফোরহাদ রেজা ভান্ডারী, কৃষকদল নেতা মাহমুদুন্নবী মহাব্বত, জাহিদুল ইসলাম ও আব্দুল মান্নান।