বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে অত্র মাদ্রাসার নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জোড়খালী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলফিজুর রহমান স্বপন। সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি আদনান শরীফ, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম টগর, শামীম আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন এবং অভিভাবক সদস্য আলী আকবর খন্দকার, আশাদুল ইসলাম ও আবু তালহা।