বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূকে (২২) ধর্ষণের চেষ্টা চালায় সোহেল রানা নামে এক বখাটে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ফিরলে পালিয়ে যায় অভিযুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত সোহেল রানা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোহেল রানা একই গ্রামের এক অটোভ্যান চালকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভুক্তভোগী বিষয়টি তার স্বামীকে জানান। পরে মেয়েটির স্বামী সোহেলের অভিভাবকের কাছে বিচার দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে সে।
এরপর ২৪ জুলাই রাত ১০টার দিকে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে অটোভ্যান চালানোর কাজে গেলে সোহেল রানা কৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় থাকা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্বামী ঘরে ফিরে আসলে সোহেল পালিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”