বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
অনুষ্ঠানে বিশেষভাবে অংশগ্রহণ করেন উপজেলা তাঁতি দলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান। তিনি একটি মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা এ কার্যক্রমকে দলের ভিত্তি মজবুত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন।