বগুড়ার ধুনটে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার নবনির্বাচিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নতুন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ধুনট উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া।

কমিটির সাধারণ সম্পাদক আসাদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওবাইদুর রহমান, আব্দুস সবুর, কমিটির সহ-সভাপতি ফৌজিয়া হক বীথি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মানিক, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ ও মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান।
পরিচিতি সভা শেষে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ধুনট উপজেলা শাখার নতুন কমিটির পক্ষ থেকে শিক্ষা কর্মকর্তাসহ সহকারী শিক্ষা কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।