বগুড়ার ধুনটে আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মিথ্যা মামলায় গ্রেফতারকৃত মিন্টু হাসানের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহরের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পশ্চিম ভরনশাহী গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে ধুনট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ গেটর সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মিন্টু হাসান ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আমিনুল ইসলাম ছেলে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন, মাওলানা আব্দুল বাকী, সমাজসেবক রবিউর করিম সুমন, মানিক ইসলাম ও আশিনুর খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক রফিকুল ইসলাম, মোনোয়ারা বেগম, মোশারফ হোসেন, কামাল হোসেন, আব্দুস সালাম, সেজাব আলী, রেজাউল করিম ও জামাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যগণ বলেন, মিন্টু হাসানকে হিংসাত্মক ভাবে হয়রানি ও সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য আত্মহত্যার প্ররোচনায় মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হয়। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, ধুনট বাজারের ইন্টারনেট ব্যবসায়ী রাসেল আহম্মেদ ২৭ মে সকালে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ১ জুন রাসেলের বাবা আবু রায়হান সোনা বাদি হয়ে মিন্টু সহ ৬জনের বিরুদ্ধে ধুনট থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করে। ওই মামলায় ২১জুন থানা পুলিশ মিন্টু হাসানকে গ্রেফতার করে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করেছে।