পরিবেশ সচেতনতা এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার (২৪ জুন) সকালে কলেজ চত্বরে শিউলি ফুলের চারা রোপণের মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হাসান এবং মারুফ হাসান।
নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার প্রয়াস নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ক্যাম্পাস গঠনের অংশ।