বর্তমান সমাজে যখন মানবিক মূল্যবোধের সংকট প্রকট হয়ে উঠেছে, তখন একদল স্কুল শিক্ষার্থীর ক্ষুদ্র উদ্যোগ বড় এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। শাজাহানপুর উপজেলার কালুদামপুরের আরএসএফ মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী নিজেদের টিফিনের টাকা থেকে সঞ্চয় করে মানবিক সহায়তার তহবিল গঠন করেছে।
সাপ্তাহিক এই সঞ্চয় দিয়ে শিক্ষার্থীরা চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, আদা, রসুনসহ এক মাসের খাদ্যসামগ্রী সংগ্রহ করে স্থানীয় অসহায় ও বিধবা নারীদের মধ্যে বিতরণ করছে। গত বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা একদল অসহায় নারীর হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেয়।শুধু খাদ্য নয়, তারা পুরাতন পোশাক ও প্রয়োজনীয় ওষুধও সংগ্রহ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে।
এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে মূল লক্ষ্য হলো—সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিকতা জাগিয়ে তোলা।শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগে অভিভাবক ও শিক্ষকরা প্রশংসা ও উৎসাহ দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এই ধরনের কর্মকাণ্ড তাদের ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”