রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে ২৪ মে শনিবার বগুড়ায় অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার ইউনিয়ন পর্যায়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তারুণ্যের সমাবেশের ধুনটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী জন।
কালেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও যুবদল নেতা শিপনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, মইনুল হাসান সাদিক ও ছাত্রদল নেতা মেহেদী হাসান।
০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
বগুড়ায় তারুণ্যের সমাবেশ সফলকরার লক্ষ্যে ধুনটে প্রস্তুতি সভা
-
বাবুল ইসলাম
- ০৫:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- 374
জনপ্রিয়