বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মমিন। এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ১১টায় অত্র প্রতিষ্ঠানের আয়োজনে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি আব্দুল মমিনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি আব্দুল মমিন। সভায় আরও বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সম্রাট এবং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন পিষ্টন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।