বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ উপলক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা আইসিটি অফিসার শহিদুল ইসলাম ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।