বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র শিক্ষক সোলায়মান আলী। মঙ্গলবার বিকেল ৪টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শিক্ষক-কর্মচারীদের আয়োজনে ফুলেল সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক উজ্জ্বল কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিস উদ্দিন, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আল আমিন, মাহমুদুল হাসান সুমন এবং ছাত্রদল নেতা আলম হাসান।