বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নিমগাছী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক লিটন মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
১নং ওয়ার্ডে নয়ফল মিয়াকে সভাপতি, শফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, আব্দুল প্রামাণিককে যুগ্ম সম্পাদক এবং আশাদুল আকন্দকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অন্যদিকে, ২নং ওয়ার্ডে জনাব আলীকে সভাপতি, মোখলেছার রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আজিজার রহমানকে সাধারণ সম্পাদক, মুক্তার হোসেনকে যুগ্ম সম্পাদক এবং আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদী নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার বাদ আসর নিমগাছী ইউনিয়নের কাতলাহার বাজারে ১নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে কমিটি গঠন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম নয়ফলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহাদত হোসেন।
বিএনপি নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা আলেক উদ্দিন, আজাহার আলী পাইকার, শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা মনিবুর রহমান, কৃষকদল নেতা আনোয়ার হোসেন, মাহমুদুন্নবী মোহাব্বত, শাহীন আলম, যুবদল নেতা শহিদুল ইসলাম, এমানুর রহমান,রেজাউল করিম রুবেল পাইকার, বিএনপি নেতা লুৎফর রহমান ও আব্দুল বারী।