বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক জেলা কারাগারে আটক থাকায়, তার অনুপস্থিতকালীন সময়ে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের নিকট হতে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। আব্দুল কাদের মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশরাফ আলী, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব, মাসুদ রান, আমিরুল ইসলাম, সাইদুর রহমান, আজাহার আলী, নাসরিন খাতুন, হাসিনা বেগম, আমিন খাতুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিককে রাজনৈতিক একাধিক মামলায় থানা পুলিশ ৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছে।