বগুড়ার ধুনট উপজেলায় প্রথমবারের মতো আধুনিক যন্ত্রের সাহায্যে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের সূচনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান ও এখলাস হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, চোকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, আইনজীবী রেজানুর রহমান ঠান্ডু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম এবং কৃষক গোলম রব্বানী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারি কৃষি প্রণোদনার আওতায় বিশ্বহরিগাছা গ্রামের ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস-ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উপশী জাতের বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। আধুনিক এ সমলয় পদ্ধতির মূল লক্ষ্য হলো শ্রম সাশ্রয় ও কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা। কৃষি শ্রমিকের সংকট মোকাবিলায় বিজ্ঞানীদের উদ্ভাবিত এ পদ্ধতির মাধ্যমে বীজতলা থেকে ফসল কাটা পর্যন্ত সব কাজ একই সময়ে একযোগে সম্পন্ন করা হবে। কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও যান্ত্রিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা কৃষির আধুনিকায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।