বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিককে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, উপজেলা বিএনপির দোয়া মাহফিলে হামলা ও ভাঙচুর, বিএনপি নেতা আসাদুল ইসলামের ওপর হামলা ও হত্যাচেষ্টা, পাশাপাশি অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন, এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, নাশকতা, হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগসহ চারটি মামলায় হাসান আহমেদ জেমস মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।