বগুড়ার ধুনট উপজেলায় শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জামায়াতের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল বাছেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মাওলানা দবিবুর রহমান, ধুনট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহেল বাকী, ধুনট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বিনয় চন্দ্র ঘোষ, ব্যবসায়ী সিবনাথ দাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, কর্ম পরিষদের সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম, আমানুল্লাহ খান ও জিয়াউর রহমান।